XtGem Forum catalog
■ময়মনসিংহ জিলা স্কুল,■ শিফট:প্রভাতি,■ ব্যাচ:-২০১৬ পেজ এ স্বাগতম।■ ঐতিহ্যের ১৬৩ বছর।■
mzs2016.mobie.in
Thursday
💜💙Miss You So Much MZS💛💚●Latest Update《new)●
Tags: funnyworld, mzs

》》মজার সব ঘটনা...new

》》মজার সব ঘটনা

  1. ১৫ শতকের জার্মান কোন এক রাজা খাবার ভাল না হওয়ায় রাগে তিনি রাজপেচাককে (রাঁধুনিকে) জ্যান্ত সেদ্ধ করার আদেশ দেন। এবং পরে এই আদেশ কার্যকরও হয় ছিল।
  2. কুখ্যাত গ্যাংস্টার “জেমস ডব্লিউ রজারস”কে যখন মেরে ফেলার জন্য ফায়ারিং স্কোয়ার্ডের সামনে দাঁড় করিয়ে তার শেষ ইচ্ছা জানতে চাওয়া হল, তিনি ঠাট্টাচ্ছলে একটা বুলেট প্রুফ জ্যাকেট চাই ছিল। (মৃত্যু সামনে আসলে কে না বাঁচতে চাই)।
  3. একটা সিগেরেট খাওয়া মানে নিজের জীবন থেকে ১১ মিনিট নিজেই কেঁড়ে নেওয়া।
  4. এক সময় জাপানে লোকেরা পোশাকের পরিবর্তে নিজেদের সারা শরীর উল্কি এঁকে ঢেকে রাখত।
  5. একটা সময় কিছু দেশে মানুষের ‘মুত্র’কে কাপড় কাঁচার সাবান হিসাবে ব্যবহার হত। মুত্রের অন্যতম উপাদান অ্যামোনিয়া ছিল এর কারণ।
  6. আদি গ্রিসে ছেলেরা কোন এক মেয়ের দিকে আপেল ছুড়লে তা বিয়ের অফিশিয়াল প্রপোজাল হিসাবে গণ্য হত। মেয়াটা যদি সেই আপেল ধরে ফেলত, তার মানে সে তার প্রস্তাবে রাজি।
  7. একজন পুরুষ দৈনিক ৪০ এবং নারী ৭০ টা চুল হারায়।
  8. আমরা জানি, ওয়াল্ট ডিজনি ছিলেন মিকি মাউসের স্রষ্টা। কিন্ত এটা জানেন, তিনি নিজেই ইঁদুর মারাত্মক ভয় পেতেন!
  9. পৃথিবীতে যত মানুষ আছে তার চেয়েও বেশী পরিমাণে একজন মানুষের মুখে ব্যাকটেরিয়া থাকে। (না জানি ইমরান হাশমি ব্যাকটেরিয়াকে কত ভালবাসে)
  10. অপরাধী শনাক্তকরণে যে ফিঙ্গার প্রিন্টের আবিষ্কার একজন বাঙালির, কিন্তু সেই আবিষ্কার চুরি করেন তার এক উর্ধ্বতন ইংরেজ কর্মকর্তা। ১০০ বছর পর ইতিহাস মুখ খুলেছে। আঙ্গুলের ছাপের আবিষ্কারক হল আসলে খুলনার কাজি আজিজুল হক।

    1-Cone Snail হল এমন একটি শামুক যার স্পর্শে মানুষের নিশ্চিত মৃত্যু। এই ছোট্ট শামুকের এক ফোঁটা বিষে ২০ জন মানুষ মারা যেতে পারে।
    2-এলকোহল পুরুরের শরীরের টেস্টোস্টেরন যৌন হরমোন কমিয়ে দেয় কিন্তু আশ্চর্যের বিষয় এই এলকোহল নারীর শরীরে যৌন উত্যেজনা আরো বাড়িয়ে দেয়।
    3-একজন মহিলা একটি গোপন কথা এবারেজ ৪৭ ঘণ্টা ১৫ মিনিট পর্যন্ত গোপন রাখতে পারে। এর বেশী পারেনা।( সুতরাং ছেলেরা সাবধান সব কিছু বলে দিওনা। একটা কথা ও বান্ধবীর কাছে গোপন রাখবেনা!)
    4-একটানা সব চেয়ে বেশী না ঘুমিয়ে বিশ্ব রেকর্ড র্যান্ডি গার্ডনার। তিনি ১৯৬৫ সালে একাধারে ১১ দিন না ঘুমিয়ে কাটান।
    5-কুকুরে বিড়ালে ঝগরা উত্তর ক্যারোলিনায় আইন বিরোধী।
    6-একটি শুকুরের পক্ষে আকাশের দিকে তাকানো একেবারে অসম্ভব। (এটা আল্লাহর বড় নিদর্শন)
    7-কোন যমজ ভাই যদি অন্য কোন যমজ বোনকে বিয়ে করে তাহলে সেই কাপলের ও যমজ সন্তান হওয়ার সম্ভাবনা বেশী।
    8-কোরিয়ায় সিউলে একটি রেস্টোরেন্ট আছে, যেখানে খাবারের কোন নির্দিষ্ট মূল্য নেই না। আপনি যা দিবেন তাই গ্রহন করবে তারা।
    9-জাপানেই শুধু মাত্র চার-কোনা তরমুজ পাওয়া যায়।
    10-কপি লুবাক (Kopi Luwak) হল পৃথিবীর সবচেয়ে দামী কফি যার এক পাউন্ড বিক্রী হয় ১০০ থেকে ৬০০ ইউ এস ডলারে। এই কফি বানানো হয় বিড়াল জাতীয় একটি প্রানীকে লোবাকের কফি বিন খাওয়া এবং সেটা মল হিসাবে যখন ত্যাগ করে সেটা সংগ্রহ করে তা দিয়ে পৃথিবীর সবচেয়ে দামি কফি হিসাবে বিক্রী করা হয়। এই কফি শুধু মাত্র ইন্দুনেশিয়ার সুমাত্রা, জাভা এবং বর্নিও অঞ্চলে পাওয়া যায়। (কফি শরীরের মেদ কমাতে সাহায্য করে এবং এটা চা-এর ছেয়েও বেশী উপকারী।তাই বলে এই রকম কফি!)

  11. বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট ছিলেন, শ্রীমাভো বন্দরনায়েকে (শ্রীলঙ্কা)।
  12. আমেরিকাতে আপনি আপনার বৌ-কে পিটাতে পারবেন তবে আইনগত বৈধভাবে।কিন্ত সেটা প্রতি মাসে একবারের জন্যে।
  13. আমেরিকান মিসেস লরেন লোহার তৈরী ফুসফুস নিয়ে প্রায় ৩৭ বছর ৫৮ দিন বেঁচে ছিলেন।
  14. পৃথিবীতে যত লিপস্টিক আছে তার বেশীরভাগই তৈরী মাছের আঁশ দিয়ে।
  15. পূর্বাশা দ্বীপের অপর নাম সেন্টমার্টিন দ্বীপ।(আমার এলাকার নাম শুনে ভাল লাগল)
  16. উইলহেম রনজেন ১৮৯৫ সালে এক্সরে আবিষ্কার করে সর্ব প্রথম নোবেল পুরষ্কার পান।
  17. দুনিয়া জুড়ে হিসাব করলে দেখা যায় প্রতিবছর প্লেন ক্রাশে যত মানুষ মারা যায়, তার চেয়েও বেশী মানুষ গাধার পিঠ থেকে পড়ে মারা যায়।(এই জন্য মনে হয় এটার নাম গাধা)
  18. পৃথিবীর প্রায় ৯৫% সমুদ্র অঞ্চল এখনো মানুষের আবিষ্কারের বাইরে।
  19. আফ্রিকা, মেক্সিকো, গুয়েতমালা এবং তুরষ্কের বেশ কিছু গ্রামে শিস দিয়েই কথা বলে।সেখানে যারা বেশী শিস বাজাতে পারদর্শী তারা প্রায় তিন মাইল দুরের লোকজনের সাথে কথা আদান-প্রদান করে থাকে।
  20. আমাজন বনে এত ঘন গাছ-পালা লাগানো আছে যে এক ফোঁটা বৃষ্টির পানি একটি বড় গাছ থেকে মাটিতে পড়তে প্রায় ১০ মিনিট সময় নেই।এরপরও ঘন গাছের কারণে এক ফোঁটা পানি মাটিতে পড়তে হলে প্রায় ৬০ টি বিভিন্ন গাছের পাতা পাড়ি দিতে হয়।

    ১-আমেরিকার কলাম্বিয়া প্রদেশে মেয়ের বাসর রাতে মা‘র উপস্থিতি বাধ্যতা মূলক।
    ২-আসল টাইটানিক তৈরী করতে লেগেছিল ৭ মিলিয়ন কিন্ত মজার ব্যাপার হল টাইটানিক মুভিটি বানাতে লেগেছে প্রায় ২০০ মিলিয়ন।
    ৩-হলিউড মুভি ও তিনটি টিভি সিরিয়ালের অভিনয় শিল্পিই ছিলেন আমেরিকার ৪০ তম প্রেসিডেন্ট।নামঃ Ronald Reagen (১৯১১-২০০৪)।
    ৪-ইন্ডিয়ানাতে শীতকালে গোসল নিষেধ।
    ৫-আলবার্ট আইনস্টাইনকে ১৯৫২ সালে ইসরাইলের প্রেসিডেন্ট হবার জন্য অফার করা হয়ছিল কিন্ত তিনি তা প্রত্যাখ্যান করেছিলেন।
    ৬-আমরা বিভিন্ন জিনিষের স্বাদ নেই জিহ্বা দিয়ে কিন্ত প্রজাপ্রতি একাজ করে পা দিয়ে।
    ৭-অলিম্পিক গোল্ড মেডেলে মাত্র ১.৩৪ শতাংশ সোনা থাকে বাকি ৯৮.৬৬ শতাংশই রুপা
    ৮-অনেকের ধারণা হাঙ্গর মানুষকে হাতের কাছে পেলে মেরে ফেলে কিন্ত মানুষের হাতেই বেশীরভাগ হাঙ্গর মারা পড়েছে।
    ৯- I এর পরে am বসে কিন্ত I is ninth letter of alphabet!!!!!!!!!
    It is raining. Bristi is reading বাক্য দুটির অর্থ কিন্ত একটাই। বৃষ্টি পড়তেছে...hehe
    ১০-একজন স্বাভাবিক স্বাস্থ্যবান মানুষ ২৪ ঘন্টায় যা যা হয়।
    ===============================
    (ক) ২৩,০৪০ বার শ্বাস নেয়। (খ) ৭,৫০০ লিটার রক্ত পাম্প করে।
    (গ) প্রতি রাতে গড়ে ১-১.৫ মিনিট স্বপ্ন দেখে। (ঘ) হৃৎপৃণ্ড ১,৩০,৬৮০ বার স্পন্দিত হয়।
    (ঙ) গড়ে প্রায় ৪,৮০০ টি কথা বলে।
    (চ) ১ সের ২ ছটাক পানি পান করে। (ছ) মাথার মগজের ৬ লক্ষ কোষ কোন না কোন কাজে রত থাকে।
    (জ) মাথার চুল ০.০১৭১৪ ইঞ্চি বাড়ে। (ঝ) সকালের তুলনায় সন্ধ্যায় উচ্চতা ১ সে.মি. হ্রাস পায়

    ১-বিখ্যাত চিত্রকার জোয়াকসিস তার সদ্য আঁকা ছবি দেখে একনাগারে হাঁসতে হাঁসতে মারা যান(কী অদ্ভুত)
    ২-পৃথিবীর সব চেয়ে কম বয়সী মায়ের বয়স ৫ বছর ৭ মাস ২১ দিন।নাম;Lina Medina, পেরু ১৯৩৯ সালে।বাবা কে জানা জায়নি।
    ৩-প্রতি এক হাজার সামুদ্রিক কচ্চপ ছানার মধ্যে মাত্র একটি কচ্চপ ছানা জন্মের পর ঠিকে থাকতে পারে।
    ৪-অদ্ভুত হলেও সত্যি যে পানি ছাড়া মরুর জাহাজ উঠের চেয়ে ইঁদুর বেশীদিন বাচতে পারে।
    ৫-অদ্ভুত উইলঃ ফরাসি মাদার ডিলা ব্রেসের মত খেয়ালী মহিলা এই পৃথিবীতে খুব কমই আছে।তিনি তার সমস্ত সম্পত্তি কল্পিত তুষার মানবদের জন্য উইল করে যান।এমনটি এযাবত কেউ করে যেতে পারেননি।
    ৬-ধীর্ঘতম নাকঃ নাক উঁচু মানুষের অভাব নাই।তবে তারা সবাই লজ্জা পাবেন সাড়ে সাত ইঞ্চি নাক ওয়ালা ইর্কশায়রের টমাস এয়েডার্সের নাক দেখলে।তার সাড়ে সাত ইঞ্চি নাক ছিল।
    ৭-সুইজ্যারল্যান্ড একমাত্র দেশ যেখানে কোনদিন যুদ্ধ হয়নি অতচ এই দেশে সাড়ে চার লাখ সেনা বাহিনীর এক দল আছে।
    ৮-অক্টোপাসের দেহে তিনটি হৃৎপৃণ্ড আছে।
    ৯-অধিকাংশ ক্ষেত্রে দিনে অপেক্ষা রাতেই শিশু জন্মহার বেশী।
    ১০-ফ্রান্সের রাজা চতুর্দশ লুই জীবনে মাত্র তিনবার জলে স্নান করেছিলেম তাও স্বেচ্ছায় নয়।তিনি দুই দিন অন্তর মদ ও ক্রিমের মিশ্রণে স্নান করতেন।


    ১-পৃথিবীর ৯৬% মানুষ জানেনা যে, ১৯৮০ সালে ওসামা বিন লাদেন সিআইএর এজেন্ট ছিলেন।
    ২-রাশিয়াতে পিটার দ্য গ্রেটের শাষণকালে কেউ দাড়ি রাখতে চাইলে তাকে আলাদা করে কর দিতে হত তার দাড়ির উপর।
    ৩-অভিনেতা “ক্যাপ্টেন জ্যাক স্প্যারো” খ্যাত জনি ডেপ ছোট বেলায় রাস্তায় রাস্তায় বল পয়েন্ট কলম বিক্রি করতেন।
    ৪-পৃথিবীর সব চেয়ে ছোট স্কুল হল স্কটল্যান্ডের সোয়ে আইল্যান্ডে যে স্কুলে ছাত্র সংখ্যা মাত্র একজন।
    ৫-অদ্ভুত কিন্ত সত্যি যে একটি হাতির বাচ্চা দিনে প্রায় ৮০ লিটার পর্যন্ত দুধ খেতে পারে।
    ৬-যদি বিল গেটস এর সব টাকা এক ডলারের নোট করা হয়, তাহলে সেই টাকার নোট দিয়ে পৃথিবী থেকে চাঁদে ১৪টি রাস্তা বানানো যাবে তবে সে রাস্তা নন-স্টপ ১৪০০ বছর ধরে বানাতে হবে!!!!
    ৭-সৌদি আরব আয়তনে ২,১৪৯,৬৯০ কি.মি হলেও আশ্চর্যের ব্যাপার এই যে এত বড় দেশে একটি নদীও নাই।
    ৮-অনেকের ধারণা শামুকের দাঁত নেই অথচ শামুকের ২৫ হাজার দাঁত আছে।
    ৯-আদিকালে অপরিচিত মানুষকে হ্যান্ডশেক করতে হত এটা বুঝানোর জন্য যে তারা নিরস্ত্র।
    ১০-অ্যালান ফ্রান্সিস নামের এক স্কটিশ লেখক একটি বই লিখেছেন নামঃ-“Everything Men know about Women” বাংলা অর্থ “মেয়েদের সম্পর্কে ছেলেরা যা জানে”।মজার বিষয় হচ্ছে বইটির এই শিরোনাম টা ছাড়া পুরা বইটা একেবারেই ফাঁকা পৃষ্টা নাম্বর বাদে!!!!!

    ১--পশ্চিম গোলার্ধে সবচেয়ে গরীব দেশ হাইতিতে ক্ষুধার জালায় মানুষের কাদা দিয়ে বানানো পিঠা খাওয়া হয়(খুব খারাপ লাগল)
    ২-বলিউড অভিনেতা শাহরুখ খান মুম্বাইতে এসে বেঞ্চে ঘুমাতেন এবং প্রতিদিন কাজ খোজার জন্য বেরিয়ে যাওয়ার সময় বন্ধুর কাছ থেকে ২০টাকা করে ধার নিতেন
    ৩-প্রথম নারী নোবেল বিজয়ী এবং দুইবার নোবেল পুরষ্কার পাওয়া নারী মাদাম কুরি প্রায় প্রতিদিন ভিবিন্নভাবে একবার করে আত্যহত্যা করার শেষটা করতেন।
    ৪-প্রেসিডেন্ট বুশ এক সময় চিয়ার লিডার ছিলেন
    ৫-পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী হল, “রাণী ক্লিওপেট্রা”।
    ৬-দক্ষিণ আফ্রিকায় উঁই পোকা ও পিঁপড়ে রোষ্ট করে পপকর্নের মত করে খাওয়া হয়
    ৭-নরওয়েতে মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত সূর্য অস্ত যায় না
    ৮-পৃথিবীতে প্রথম যে এলার্মক্লকটি বানানো হয় তা শুধু ৪টায় এলার্ম দিত
    ৯-প্রতি ১০০০ ছেলেদের জন্য মেয়ে আছে মাত্র ৯৮৪......(ওহ নো! আমরা যারা এখনও বিয়ে করিনি তাদের কি হবে!)
    ১০-প্রাচীন চিনে নারীদের চিকিৎসা ক্ষেত্রে এক ধরনের নিষেধাজ্ঞা ছিল যে চিকিৎসকরা নারীদের শরীর অনাবৃত করে দেখতে পারবেনা।সে ক্ষেত্রে অসুস্থ মেয়েদের শরীরের ভিতরে চিকিৎসা করতে হলে, হাতির দাঁতের উপর খোদাই করা একটি নগ্ন মুর্তি রোগিণীকে দেখানো হত এবং সে ওই মুর্তির দেখে বলত তার কোথায় রোগ এবং তার কথা উপর অনুমান করে চিকিৎসা চলত।
    ১১-পৃথিবীতে কত রকমের প্রাণীই না আছে।তিমির মত এত বড় প্রাণী থেকে শুরু করে কালি চোখে দেখা যায় না এমন ছোট প্রাণীও রয়েছে।তবে মজার ব্যাপার হল, এর মধ্যে প্রায় ৯৫% প্রাণীই মুরগির ডিমের চেয়ে ছোট।

    1- আমরা সাধারণত মেসেজ বা চ্যাটিং করার সময় ইংরেজি you কে ছোট করে U লিখি।এটি সর্বজনিন স্বীকৃতি পেয়েছিল যখন প্রথম সেক্সপিয়ার তার বইতে you কে সংকীপ্ত করে U লেখেন।
    2-আপনি কখনো নিজে নিজেকে শ্বাসরুদ্ধ করে হত্যা করতে পারবেন না!
    3-আমাদের চোখের কোয়ালিটি প্রায় ৫৭৬ মেগা পিক্সেল ক্যামেরার সমান!
    4-আমরা প্রতিদিন প্রায় সকালে গলায় দড়ি দেই!তবে কথাটি Colgate ব্যবহার কারিদের জন্য প্রযোজ্য।কেননা স্পেনিশ ভাষায় Colgate অর্থ গলায় দড়ি দেওয়া!
    5- আফ্রিকান সিকাডা মাছি (cicada fly) প্রায় ১৭ বছর ঘুমিয়ে কাটায়। ঘুম ভাঙ্গার পর এরা মাত্র ২ সপ্তাহ বেঁছে থাকে!! এই সময় এদের প্রধান কাজ হলো বংশ বৃদ্ধিতে অংশগ্রহন করা।
    6-অ্যামেরিকান প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন মুচির দোকানে কাজ করতেন।
    7-আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেন ঠিকি কিন্তু তিনি কোনদিনও তার স্ত্রীর সাথে ফোনে কথা বলেননি।
    8-আমরা জানি সৌরজগতের গ্রহ গুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরছে তো ঘুরছেই কিন্তু নেপচুন গ্রহটি এত দ্রত ঘুরছে যে, এই গ্রহের আবিষ্কার ১৮৪৬ সালে আর ২০১১ সালে এটি সূর্যকে মাত্র একবার প্রদক্ষিণ করতে পেরেছে!
    9-আমেরিকার ফ্লোরিডায় সমুদ্র নিকটবর্তী এলাকায় underWater বা পানির নিচে একটি হোটেল আছে যেখানে আপনাকে হোটেলে ঢোকতে হলে পানির নিছে ডুব-সাঁতার কেটে ঢোকতে হবে।
    10-আর্জেন্টিনায় নববর্ষের আগেরদিন পরিবারের সবাইকে নিয়ে রাতে আহার করে এবং বড়রা নাচের অনুষ্ঠানে চলে যায় প্রায় ভোর পর্যন্ত চলে এই অনুষ্ঠান।নববর্ষের প্রথমদিন নদীতে বা পুকুরে সাঁতার কেটে নববর্ষ উৎযাপন করে

    ১। অতীতে রোমান সৈন্যরা এক ধরণের পোষাক পরত।যা একালের মেয়েদের কাছে খুব জনপ্রিয়।যার নাম হল স্কার্ট “পোরুষদের পোষাক নিয়া টানাটানি’ হেহে।
    ২।গোসলে অনীহা : অনেকের গোসলে তীব্র অনীহা, তবে তাদের কারোও পক্ষেই লন্ডনের জেন লেউসনের রেকর্ড ভাঙ্গা সম্ভব নই। ১৭০০ সালে জন্ম নেওয়া এই মহিলা বেচে ছিলেন ১১৬ বছর। তিনি সর্দি লাগার ভয়ে জীবনেও গোসল করেননি।
    ৩। অস্ট্রলিয়াতে বাচ্ছারা সিগেরেট কিনতে পারবে না!! কারণ এটা আইন বিরোধী!! কিন্তু সিগেরেট খেতে বা টানতে পারবে।
    ৪। গরিলারা ছোটকালে হারিয়ে যাওয়া ভাই-বোনদের মনে রাখতে পারে।
    ৫।গবেষণায় দেখা গেছে, মানুষের জন্মনিয়ন্ত্রন বড়ি গরিলার উপর কাজ করে।

Back to posts
Comments:

Post a comment

কলেজ এডমিশন Result..... 😀☺》》Copa America Live Match here......
1.
⚽Live Update📺
💚💛💜 MZS 2016 💚💛💜
📷 আজকের ছবি 📷
Section A&B 》》Copa America Live Match Here...
●●●সর্বশেষ খবর●●●
No content for this blog yet.
আমাদের সাদি সোনার Facebook ID গতকাল রাত এ HACK হইচে।তাই সবাই নতুন ID তে request পাঠা।সাদির ID Link এখনে........click here
🎡Upcomming Events👑>
》》কোপা আমেরিকার সকল খবর এখানে পাওয়া যাবে।
》》কয়েক দিনের মাঝেই আমাদের একটি বড় ফুটবল ম্যাচ আছে।
Contact List
》》Students Mobile Number Section A
》》Students Mobile Number Section B
» Join Our Facebook Group
» Join Our Page
» Our School's Website
⚽Sports Update🎾
》》ভারতে বাংলাদেশের টেস্ট ২০১৭ এর ফেব্রুয়ারিতে
» »শনিবার মাঠে নামছে আর্জেন্টিনা
» »আইপিএলে সাকিবের দুই পায়ে দুই রঙয়ের জুতার রহস্য
» »লিভারপুলের কৌতিনিয়োকে পাওয়ার আনন্দ দুঙ্গার
» »দলের সঙ্গে অনুশীলন মেসির
1234567»
🌏ফেসবুক কর্ণার🌎
》》আমি জিপিএ 5 পেয়েছি,I am Gpa 5
》》বায়োমেট্রিক বাংলা সিনেমা
》》গল্পঃ- প্রতিশোধ।
》》গল্প:- অপেক্ষা
》》SECRET OF MZS.
🔡EDUCATION🔣
》》জেনে নিন ছোলার অসাধারণ গুণাগুণের কথা
》》জেনে নিন পূর্ণরূপগুলো।
》》মাধ্যমিক বিদ্যালয়ে একাদশ-দ্বাদশ শ্রেণি খোলা হবে’
》》জেনে রাখুন বজ্রপাত থেকে বাঁচার ১৪ উপায়
》》বাতিল হচ্ছে প্রাথমিক সমাপনী পরীক্ষা
12»
🌙আজকের হাদিস🌙
খালিদ ইবনু মাখলাদ (রহঃ) সাহল (রাঃ) থেকে বর্নিত....

নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ জান্নাতে রায়্যান নামক একটি দরজা আছে। এ দরজা দিয়ে কিয়ামতের দিন সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) র পালনকারীরাই প্রবেশ করবে। তাঁদের ছাড়া আর কেউ এ দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। ঘোষণা দেওয়া হবে, সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) পালনকারীরা কোথায়? তখন তারা দাঁড়াবে। তাঁরা ছাড়া আর কেউ এ দরজা দিয়ে প্রবেশ করবে না। তাঁদের প্রবেশের পরই দরজা বন্ধ করে দেওয়া হবে। যাতে এ দরজা দিয়ে আর কেউ প্রবেশ না করে।

🏆Clash Of Clan Zone🏆
》》Lightning Spell ভাঙতে পারবে কি পারবে না?
📰বাংলাদেশের সকল পত্রিকা📰
»দৈনিক আমার দেশ 📰
»ময়মনসিংহ বার্তা 📰
»আলোকিত ময়মনসিংহ 📰
»ICT নিউজ 📰
»টেকটিউনস্ 📰
»সময় নিউজ 📰
»দৈনিক সংবাদ 📰
🌏অন্য রকম খবর🌏
》》মজার সব ঘটনা...new
》》ভিখারিনীর বাক্সে ২ কোটি রুপি!
》》সন্ধান মিলল মানুষের মাংস তৈরীর কারখানা, দেখলে চোখের জল ধরে রাখতে পারবেন না
》》দুনিয়ার ভয়ানক যত কুসংস্কার, জানলে চমকে যাবেন!
》》যমজ সন্তান কখন হয়ে থাকে? আমি ইচ্ছা করলেই কি যমজ সন্তান নিতে পারব? জেনে নিন!
123»
❇❇কুরাআন ও হাদিস✨✨
》●》জীনদের নিয়ে কিছু কথা.....new
》》প্রত্যেক মুসলমানের ঘর-বাড়ির ছাদে মুসুলমান জ্বিন বাস করে
》》তারাবিতে ক্ষয়ে যায় অতীতের পাপ
》》রমজানে ১ লক্ষ নেকি পাওয়ার উপায়
》》কেমন হওয়া উচিত একজন রোগীর রমজান প্রস্তুতি
1234»

🚀💡বিজ্ঞান ও প্রযুক্তি》》
» »জোড়া চমক দেবে হোয়্যাটসঅ্যাপ
》》স্মার্টফোনে ডিজিটাল তসবি
》》ইংলিশ গ্রামাটিক্যাল ভুল ঠিক করার ৭টি ফ্রি অনলাইন টুল ও সফটওয়্যার
》》এবার ৮ জিবি র‌্যামের ফোন আনছে মাইক্রোসফট
》》মৌমাছির অনুকরণে ক্ষুদ্র রোবট
1234»
📩লাইভ চ্যাট📨
Chat করার পূর্েব সবাই যার যার User Name set করে নিবি এবং ওই একই User Name দিয়ে Chat করতে হবে।
■ ময়মনসিংহ জিলা স্কুল,শিফট:-প্রভাতি,ব্যাচ:-২০১৬ ■
Admine Pannel
》》যেকোন Report অথবা যদি কারো Mobile Number অথবা facebook Link ভুল থাকে আমাকে জানা.... Click Here

»অথবা ফেসবুক এ সরাসরি মেসেজ দাও...click here
.
59
Navigation
Condition